উত্তরদায়িত্ব

উত্তরদায়িত্ব

অভিজিৎ যশ, প্রাক্তনী

ঘোড়াগুলিকে লাগাম লাগাতে হবে।

হ্যাঁ, ওই চঞ্চল ঘোড়াগুলিকে লাগাম লাগাতেই হবে।

আর দেরি হলে আরও দেরি হয়ে যাবে।

জঙ্গল, গ্রাম, শহরের উজান বেয়ে বেনো নোনা জল সুষ্ঠ প্রাণের অবমাননা করে চলেছে অবিরাম স্বেচ্ছাচারী ভঙ্গিতে!

হালকা রাশ অচিরেই ঘোড়াগুলিকে কলুর বলদ বানিয়ে না দেয়!

লোভ, হিংসা, দ্রোহের পথ ধরে অথৈ অন্ধকার কুহরে হারিয়ে দেওয়া প্ররোচনার হাতছানি।

রিপু প্রাকৃতিক।

আজন্ম লাগামহীন। অসংযত।

অভাবের ঘরে পালিত, প্রেক্ষিত।

নাকি অলীক, অসম্ভব, আজগুবি, অজুহাত মাত্র?

পোড়-খাওয়া, বখাটে প্রলোভকের

চতুর মনের শয়তানি চাল?

ওই ঘোড়াগুলিকে লাগাম লাগাতেই হবে।

অগ্রজ লাগাম লাগাও। অকারন মমতায়, অমুলক ভয়ে প্রয়োজনে নির্দ্বিধায় তুলে নাও।

তুলে দাও বেতের রাশ শক্ত, দক্ষ হাতে।

লাগাও লাগাম রিপুর।

ভবিষ্যৎ নির্ভয়ে, নির্দ্বিধায় বলবে, সব দেখছি। আমরা সব দেখছি।

ওই প্রাণচঞ্চল ঘোড়াগুলিকে সংযমী মুক্তিবেগের রাশ লাগাও।

দৌড় বলয়ের গন্ডি ছাড়িয়ে ছুটে চলুক দীপ থেকে দীপশিখার পথে!

জ্বলুক দীপ থেকে দীপ! দীপ থেকে দীপ!

কঠোর সূর্যের আলোয় আলোকিত হোক নির্মল চাঁদ!


অভিজিৎ যশ,
প্রাক্তনী, উচ্চ মাধ্যমিক ১৯৮১

কবিতাটি আপনার কেমন লাগলো ? অবশ্যই Comment-এ জানানোর অনুরোধ রইল।


Post a Comment

0 Comments

Contact Form