আমাদের সময়ের কালজয়ী👆 শিক্ষকদের সাথে |
কাজলঘন প্রলয় আসবে সে তো প্রকৃতিরই নিয়ম।
নিণ্দা কোরোনা সোনা!
জেনো আজও উৎপল-রাজীব শ্যামল শৈবালেও পথ খুজে নেবে!
সেদিন দিবাকর, অরুনাভয় প্রকট হবে জেনো স্নেহেষ গৌতমের সত্যব্রত ;
সঞ্জয়ের সুদীপ্ত চোখে।
দীপঙ্করের দিব্যেন্দুর আলো সেদিন দেখিয়ে দেবে নন্দদুলালের সন্দীপ ব্রজ ধাম!
চন্দ্রশেখর, ইন্দ্রজিতও সেদিন প্রকট হবে।
শুধু মাত্র মৃন্ময়ের গণ্ডিতে তে বাঁধা পরে যেও না অর্বাচীন!
বিপ্লবের আস্তিক দেবল হোক অটল রূপক!
মৃণাল, অরুময় হোক অশেষ, অসীম প্রত্যয়ে!
সে নিরাকার অরুপ নীলরতন, আপন করে নিও চন্দন, প্রদীপ, প্রসুন পল্লবে,
দেবাশীষ, দেবপ্রসাদ মেনে!
নিতীশ, বরুণ সেদিনও সাথী হবে সেই স্তুতি বাত্যার,
সুপ্রিয় রাহুল সহ, মনোতোষ কৌস্তভ হোক সে পথের দিশা,
তরুন তাপস, সুজিত অভিজিতের বিশ্বদীপ, প্রকট হোক বিশ্বজিত হয়ে!
তোমার সুব্রতই তোমার সুযশ !
পার্থ,ওহে বীরেশ্বর,অঙ্গীকার করো,
তুলে আনবে শঙ্খশুভ্র বিশ্বরূপ, প্রবাল সাগর তল চিঁরে!
মনোজ কালিদাস,
মনিষ প্রয়াসে আশুতোষ, জগবন্ধু হও;
উৎসর্গ করো তোমার বাণ,
আগামীর অনুপম, অশোক জগতের তরে!
ছড়িয়ে দাও সুখেন্দু শুভেন্দুর ছটা মহা বিশ্ব জুড়ে,
সুপ্রতিম মানস প্রতিমা প্রতিষ্ঠিত হবে জনে জনে, মনে মনে;
ঈশ্বরের শুভাশিস বর্ষণে শুদ্ধ
হবে তোমার মন প্রাণ!
ভাস্বর হবে ভাস্কর,
তবেই না মোক্ষ লাভ!
-----------------------------------------------
প্রণামান্তে
আমরা কয়েকজন সৌভাগ্যবান ১৯৭৯ম্যাড ও ১৯৮১উঁম্মাদ
0 Comments
Post a Comment