শিক্ষক দিবস পালন

 শিক্ষক দিবস পালন
অভিজ্ঞান চক্রবর্তী, বর্তমান ছাত্র
(১)
আজ ৫ সেপ্টেম্বর ২০২৪। ১৯৬২ সালের ৫ সেপ্টেম্বর থেকে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে। অঙ্কের হিসেবে ধরলে এটি ৬৩ তম শিক্ষক দিবস। আর আমার  স্কুল জীবনে এটাই শেষ শিক্ষক দিবস পালন (২০১৭-২০২৪)। কী আশ্চর্য সমাপতন!

       বিদ্যাসাগর, বিবেকানন্দ, আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু প্রমূখ কৃতি শিক্ষকের অভাব তো আমাদের দেশে নেই। তা সত্ত্বেও এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় কেন? আমার মনে হয়, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে শ্বপথ নেন, তখন তাঁর কিছু কৃতি ছাত্র তাঁর জন্মদিনটি পালনের বিশেষ উদ্যোগ নেন। তিনি তৎক্ষণাৎ সেই সিদ্ধান্ত খারিজ করে দিয়ে বলেন, তিনি খুশি হবেন যদি তাঁর জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়, কারন তিনি ছিলেন একজন আদ্যন্ত শিক্ষক।

আমার মনে হয় একজন প্রকৃত শিক্ষক হলেন একরাশ অন্ধকারের মধ্যে জ্বলন্ত মোমবাতির সমান। তিনি একাধারে অন্ধকার দূরীভূত করেন এবং নিজেকে পুড়িয়ে নিঃশেষ করেন। এইরকম বহু শিক্ষক আজও আছেন এবং আমার সামনেই আছেন।

      আমরা ক্লাস নাইনে সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় এর দাম গল্পে পড়েছি একজন ছাত্র যখন প্রকৃত মানবতার ধর্মে দিক্ষীত হন, তখন তাঁর কাছে শিক্ষক হয়ে দাঁড়ান ক্ষমার অপার সমুদ্র।

(২)
আমি যখন ২০১৭ এ ক্লাস ফাইভে ভর্তি হই, তখন আমার এত বড় স্কুল দেখে ভয় ভয় লাগত। যত দিন গড়িয়েছে, আমার মাতৃসমা ম্যামদের স্নেহকরস্পর্শে কখন যেন এই বিরাট স্কুল বাড়িটিই আমার স্বপ্নের দোসর হয়ে উঠেছে। কত স্বপ্ন ভেঙেছে, আবার কত নতুন স্বপ্ন গড়ে উঠেছে তার ইয়ত্তা নেই।

(৩)
আজও আমি স্বপ্ন দেখি, আর ন বছর বাদেই আমাদের স্কুল শতবর্ষ পূর্ণ করবে। সেদিন আর খুব বেশি দেরি নেই। সেদিন আর খুব বেশি দেরি নেই, যেদিন কে কে হিন্দু একাডেমীর পতাকা  তলে দাঁড়িয়ে সিনিয়র সায়েন্টিস্ট  এবং সমাজের বহু কৃতি মানুষ একসঙ্গে এসে বলবে আমরা সবাই এই স্কুলের প্রাক্তন ছাত্র। সেদিন আমার স্বপ্ন দেখা সার্থক হবে।

(৪)
এবার একটা পুরোনো দিনের গল্প বলি। বাবার কাছেই শোনা। আমার বাবার খুব শখ ছিল এই স্কুলে পড়ার। বাবা স্থানীয় একটি স্কুল থেকে মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ৬৫% নম্বর পেয়েও এই স্কুলে চান্স পাননি। তখন  ৭০% নম্বর না পেলে এই স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া যেত না।
সেটা ১৯৮৪ সাল। বাবার কোচিনের বন্ধুরা ঠিক করল সবাই মিলে সিনেমা দেখতে যাবেন। বাবাদের স্কুল ছাড়াও এই স্কুলে এবং মতিঝিল কলেজে বাবার দু একজন বন্ধু ছিল।
     তখন ফার্স্ট পিরিওড চলছে। বাবার বন্ধুরা এই স্কুলের বন্ধুদের ডাকতে এসেছিল। তৎকালীন হেডমাস্টার মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় ধুতি পাঞ্জাবি পড়ে বেত হাতে দোতলার বারান্দায় পায়চারি করছেন‌। তাঁকে দেখেই বাবার বন্ধুরা দে ছুট। তাঁরা  আজ সবাই প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ বৈজ্ঞানিক, কেউ অধ্যাপক, কেউ কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে কর্মরত। কিন্তু জীবনে প্রতিষ্ঠা পাওয়ার পর সবাই শেষ দিন পর্যন্ত প্রাক্তন হেডমাস্টার মশাইয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন। এই ছিল বাবাদের সময়ে ছাত্র শিক্ষক সম্পর্ক। তখন প্রতিটা দিনই ছিল শিক্ষক দিবস।
(৫)
আর আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস একটা প্রতীকী ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ছোট ক্লাসের ছেলেরা নিজেরা চাঁদা তুলে ক্লাস টিচারের জন্য একটা লাল কালির পেন আর বাকী টাকা দিয়ে কয়েকটা চকোলেট কিনে ক্লাস টিচারের হাতে দিয়ে সুর করে ছড়া কাটে আর টপাটপ প্রণাম করে। উঁচু ক্লাসের ছেলেরা তাও করে কিনা সন্দেহ। অথচ আজও ছাত্রদরদী শিক্ষক শিক্ষিকা প্রচুর আছেন অথচ সরকারি স্কুলের ছাত্রসংখ্যা কমে আসছে।
   কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরাই সবচেয়ে বেশি প্রাইভেট টিউশন নেয় (প্রায় ৭৪%)। অথচ সর্বভারতীয় পরীক্ষাতে পশ্চিমবঙ্গ বাসীর সংখ্যা প্রায় হাতে গোনা। আমি আশাবাদী। কারন যাই হোক একদিন এই অবস্থা বদলাবেই। আচার্য জগদীশচন্দ্র বসুর 'অব্যক্ত' প্রবন্ধ গ্রন্থে এক যায়গায় পড়েছিলাম '' নিশির অন্ধকার যখন সর্বাপেক্ষা ঘোরতম, তখন হইতেই প্রভাতের সূচনা। আঁধারের আবরণ ভাঙ্গিলেই আলো ''।
      যতদিন না সেই পরিস্থিতি তৈরি হচ্ছে, ততদিন ছাত্র দরদী শিক্ষকদের ভালো ছাত্রদের খোঁজে হাহুতাশ চলবেই। আমরা সেদিন হয়ত আর ছাত্র থাকব না, কর্মজগতে প্রবেশ করব, আজকের এই দিনটার কথা স্মৃতির মণিকোঠায় অক্ষয় হয়ে থাকবে।

লেখাটি কেমন লাগলো? অবশ্যই Comment লিখে আমাদের ছোট ভাইকে উৎসাহিত করার অনুরোধ রইল।


Post a Comment

5 Comments

  1. Abhigyan your writing is good.

    ReplyDelete
  2. Subhadeep BhattacharjeeTuesday, 05 November, 2024

    খুব সুখপাঠ্য এবং মনোগ্রাহী প্রবন্ধ, আরও এমন লিখতে থেকো অভিজ্ঞান, ভালো মানুষ হও

    ReplyDelete
  3. খুবই সুন্দর উপস্থাপনা
    এগিয়ে যা ভাই❣️

    ReplyDelete
  4. খুব সময়োপযোগী লেখা। ভালো লাগলো। অনেক শুভেচ্ছা রইল।

    ReplyDelete
  5. অসাধারণ

    ReplyDelete

Post a Comment

Contact Form