বিস্ফোরণ | গোপাল বিশ্বাস

বিস্ফোরণ
গোপাল বিশ্বাস, প্রাক্তন শিক্ষক

চোখ খুললেই যেমন স্বপ্ন পালিয়ে যায়

থেমে যায় সব। সব!?


বিষ্টি রোদে শুকিয়ে আমসি হবে!

নাকি পঁচে গলে দুর্গন্ধ ছড়াবে?

অথবা গোলাপী সৌরভে ভরিয়ে দেবে

আগামী শিউলি ঝরা ভোর!


ভেবে যাই, ভাবতেই থাকি

বিলম্বিত স্থবির মাথায়

মাথা ভারী হয় -


বিস্ফোরণ্ও ঘটাতে পারে?

হ্যাঁ। ঘটায় তো!

এক ভয়ঙ্কর বিস্ফোরণে সব চুরমার ক'রে

ধ্বংস স্তুপ সরিয়ে -

নতুন করে গড়া নব চেতনায়।






Post a Comment

0 Comments

Contact Form