" মা " - ই পরম আশ্রয় | দিব্যেন্দুশেখর জানা

" মা " - ই পরম আশ্রয়

দিব্যেন্দুশেখর জানা, প্রাক্তন শিক্ষক


" মা " হলেন স্নেহ , ভালবাসা , মায়া-মমতার জীবন্ত বিগ্রহ । ত্যাগ , তিতিক্ষা , নিষ্ঠা --- সর্বোপরি স্বার্থহীন সেবাভাবই মায়ের স্বভাব-কিরণ । সেই স্নিগ্ধ কিরণস্নানে স্নাত হয় মায়ের সন্তানেরা । মাতৃসত্তার আলোকেই আলোকিত হয় , ওম পায় , প্রাণ পায় মায়ের সকল সন্তান । সন্তানের কাছে  " মা " একাধারে সেবিকা , বান্ধবী ও মাতা --- ঠিক যেন ত্রিবেণী সঙ্গম , যেন এক বিল্বপত্র --- পুজোর ও নিবেদনের । মায়ের নিঃস্বার্থ সেবাই বর্তমান শিশু ও ভাবী পূর্ণ মানুষটির মধ্যে সেবাভাবের আদর্শকে জাগিয়ে তোলে । আবার " মা " - ই পারেন সন্তানের পাশে থেকে তার মধ্যে শুভসংস্কার , আত্মবিশ্বাস তৈরি করে দিতে --- সত্যবাদিতা , সহনশীলতা , ধৈর্য , স্থৈর্য , শুভবোধের বীজ বপন করতে , জাগ্রত করতে । আসলে , মাতৃগর্ভ থেকেই সন্তানের শিক্ষা শুরু হয়ে যায় ।

মা-ই তার প্রথম গুরু । নিরুপায় দরিদ্র মা যখন তাঁর ভীত শিশুটিকে বলেন , একা বনের মধ্যে দিয়ে যেতে তোমার ভয় করছে ? ও বনেই তো তোমার মধুসূদনদাদা আছেন --- তিনিই তোমাকে বিপদ থেকে রক্ষা করবেন । জানা নেই , বিপদভঞ্জন মধুসূদনদাদা স্বয়ং এসেছিলেন কিনা । কিন্তু শিশুর নরম মন আঁকড়ে ধরেছিল এক পরম শুভবিশ্বাসকে । একটা শক্তিকে । অস্তিবোধকে । সে হয়েছিল --- অভীঃ । মা তাঁর ধৈর্য দিয়ে , মাধুর্য দিয়ে সন্তানের মধ্যে মনুষ্যত্ব তথা দেবত্ব প্রতিষ্ঠা করেন । প্রতিমাশিল্পী যেমন মূর্তি তৈরি করেন , পুজারি তার মধ্যে প্রাণপ্রতিষ্ঠা করে সেই জড়মূর্তিকে দেবত্বে উত্তরণ ঘটিয়ে স্বয়ং তাঁর সামনে নতজানু হন , সেরকম " মা " হয়ে ওঠেন একাধারে  প্রতিমাশিল্পী  ও পূজারি ।

মনুষ্যত্বের গুণাবলি , দেবত্বের গুণাবলির প্রকাশ ও বিকাশ ঘটান প্রকৃত শিল্পীর মতো । শিশুকে ' ব্যক্তি ' থেকে ' বিকশিত ব্যক্তি ' তে উত্তীর্ণ করেন। এজন্যই  এরকম একটা কথা প্রচলিত আছে যে , ঈশ্বর নাকি সশরীরে আমাদের সকলের কাছে আসতে পারেন না বলেই তিনি মাকে পাঠিয়ে দেন  আর তাই ঈশ্বরের ভালবাসা একমাত্র মায়ের ভালবাসার সঙ্গে তুলনীয় । সেই কারণেই মনে হয় , মানুষ তথা সকল প্রাণীরই প্রথম ও শেষ আশ্রয়স্থল , নির্ভরতা নিশ্চয়তা শান্তি বিশ্বাস বিশ্রামের স্থল ওই মায়ের কোল । কারণ , ওই স্থানটিই শুধুমাত্র সন্তানের জন্যই অনন্তকাল অপেক্ষা করে থাকে অসীম ব্যাকুল প্রতীক্ষা নিয়ে । তাই মায়ের কাছে আমাদের আকুল প্রার্থনা --- সবার হৃদয়ে তুমি আবির্ভূত হও ---

 " যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা 
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ  " ।।


Post a Comment

0 Comments

Contact Form