![]() |
আমন্ত্রণ পত্র 2024 |
বর্তমান - প্রাক্তন নির্বিশেষে শিক্ষক ও প্রাক্তনীদের মধ্যে যে সময়ের প্রলেপ পড়েছে, তাকে দূরীভূত করতে এবং এই উদ্যোগে পুনর্মিলন উৎসবেরও এক নতুন অভিমুখ উপলব্ধ করতে আগামী ৫ই সেপ্টেম্বর, ২০২৪ আমাদের বিদ্যায়লয়ের হল ঘরে শিক্ষক সম্মাননার অনুষ্ঠান 'শিক্ষক দিবস 2024' আয়োজন করা হবে।
এই শিক্ষক দিবস অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন মিলিয়ে প্রায় ৮০ জন শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকার উপস্থিতি অনুমেয়, ছাত্র-শিক্ষক সম্মিলনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হবে।
বটবৃক্ষের ন্যায় আপনাদের ঋজু ব্যক্তিত্বের ছায়ায় আরও একবার নিজেদের আশ্রয় খুঁজে নিতে আর সময়ের সহস্র ক্ষতগুলিকে আপনাদের স্নেহের প্রলেপে রাঙিয়ে নিতে আগামী ৫ই সেপ্টেম্বর, বেলা ১২টায় বিদ্যালয় হলঘরে শিক্ষক দিবস আয়োজিত হতে চলেছে। উক্ত দিনে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সকল শিক্ষকদের দ্যুতিতে আলোকিত করার অনুরোধ রইলো। |
![]() |
শিক্ষক দিবস 2024, আমন্ত্রণ পত্র |
অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে আপনার উপস্থিতি, সহযোগিতা এবং নানাবিধ কর্তব্য গ্রহণ করতে অনুরোধ করা হলো। |
0 Comments
Post a Comment