![]() |
সভায় বক্তব্য রাখছেন বিশিষ্ট প্রাক্তনী ড: গৌতম প্রসাদ সরখেল (১৯৬৯ ব্যাচ) |
আজকে গিয়েছিলাম আমাদের স্কুল, "দমদম কৃষ্ণ কুমার হিন্দু একাডেমি"তে , মানে বলতে পারো আমাদের প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে। হ্যাঁ ঠিকই বলছি প্রাথমিক তথা মাধ্যমিক বিদ্যালয়ে, আবার করে বললাম কারন আমি বা আমরা যারা ষাটোর্ধ বুড়ো খোকা গুলো কয়েক যুগ পরে আবার করে মিলিত হলাম আমাদের সেই বিদ্যালয়ে যেটা আমাদের সহপাঠীদের দৈনিক মিলন ক্ষেত্র ছিলো! তখন হয়তো শিক্ষা লাভের থেকেও বড় আকর্ষণ ছিলো এক্কেবারে প্রাথমিক স্তরের খেলা ধুলা যেমন মার্বেল গুলি, ডাঙ্গুলি, টেনিস বলে ক্রিকেট, ফুটবল এমন কি পিট্টু আইসবাইস এর মতো খেলা, যেগুলোর নামই হয়তো এযুগের ছেলে মেয়েরা যারা আমাদের সন্তান সমো তারা খেলেনি এমন কি নামও শোনেনি ! তবুও সেই তাদেরই আহ্বানে ,আকর্ষণে আজ আমরা বেশ কয়েক জন সদ্য প্রবীণ ছেলেরা আমাদের অতি প্রিয় স্কুলে ( তা সে যেকোনো কারণেই হোক), মিলিত হয়েছিলাম!
![]() |
আমরা নবীন এবং প্রবীণ প্রাক্তনীরা |
অপাতো ভাবে মনে করি আমরা
ঠিক পথেই এগোচ্ছি , ভুল - ঠিকের হিসাব সময়ের হতে ছেড়ে রাখাই ভালো !
![]() |
আলোচনার মাঝে তথ্য, উপদেশ, প্রস্তাব নথিভুক্ত করা |
![]() | |
|
মাধ্যমিক স্তরে যখন ক্লাস
ফাইভে মা বা বাবা এসে স্কুলের হল ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন তখন এই স্কুলটি কেই মহাসাগর
মনে হয়েছিল , কিন্তু আজ এত গুলো বছর পেরিয়ে
এসে বুঝতে পারি যদিও মহাসমুদ্রের তুলনায় মহাকাশ অনেক বেশি বিস্তৃত তবুও জলের উপস্থিতি
বা প্রানের আতুর ঘর সেই প্রাথমিক স্তরের মহাসাগর! তাই অনুভব করি এই আতুর ঘর তথা মহাসাগরের
পটভূমি টিকে ইতিহাসের পাতায় দীপ্ত রেখায় আঁকার একটা ছোট্টো প্রচেষ্টা না করার কোনো
যুক্তি ই খুঁজে পাওয়া যাবে না , এই ভাবে হয়তো যুগের পর যুগ ধরে অনন্ত মহাকাশে উজ্জ্বল
,অতি উজ্জ্বল জ্যোতিষ্কের সাথে অনুজ্জ্বল কোনো তারার মতো ইতিহাসের ঘরে আমারও একটা ছোট্টো বাসা হবে !
![]() |
একই বেঞ্ছে এই যুগ, সেই যুগের প্রাক্তনীরা |
এসো সকলে মিলে নিঃস্বার্থ ভাবে এই উদ্দ্যেশ্য কে সফল করে তুলি ----- !
- অভিজিৎ যশ (মাধ্যমিক ১৯৭৯ / উচ্চমাধ্যমিক ১৯৮১)
0 Comments
Post a Comment