অতিমারির ভয়াবহতা আমাদের সকলের দূরত্ব বাড়িয়েছে যোজনখানেক। বিষাদের ও আতঙ্কের আবহ সামাজিক দূরত্বের মোড়কে যখন বাধ্য করে ঘরের দরজা আটকে দিতে, তখন মনের জানলা খুলে রাখা যে কি অপরিসীম কঠিন, তা সহজেই অনুমান করা যায়।
তবু জীবন তো থেমে থাকেনা, নিজের ছন্দে তাকে এগিয়ে চলতেই হবে। মনের জানলা দিয়ে অবিরাম খেলতে দিতে হয় আলো হাওয়া বাতাস; যাতে সে সোচ্চারে জানায় “The Show Must Go On……”
আজ থেকে প্রায় দেড় দশক আগে শেষ বারের মতো প্রকাশিত হয়েছিল স্কুলের পত্রিকা 'কাকলি'। সেই থেকে বহু বছর ধরে ছাত্র-শিক্ষক-প্রাক্তনীদের মনে জমেছে কথার পাহাড়।
আমরাও সেই কথার পাহাড়কে কাব্যের রূপ দিতে জেদ ধরে বসলাম। শুধু অতিমারির পরিস্থিতি বদলে দিলো মাধ্যম। হাতে হাতে পৌঁছে যাওয়া পত্রিকা ভাবনায় হয়ে উঠলো ই-ম্যাগাজিন। প্রাক্তনীদের সম্মিলিত উদ্যোগে যা আবার বাস্তবের রূপ পেল আজ ৩রা জানুয়ারি, স্কুলের জন্মদিনের দিন থেকেই। সকলের শুভেচ্ছা ও আশীর্বাদকে সঙ্গী করে শুরু হলো নতুন করে পথ চলার। আপাতত সীমিত পরিসরের এই প্রচেষ্টা মহীরুহ হয়ে উঠতেই পারে আগামীদিনে।
1 Comments
প্রাক্তনী দের পরিচিতয় করা যাবে না?
ReplyDeletePost a Comment