মহান একুশে
গোপাল বিশ্বাস (প্রাক্তন শিক্ষক)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল
ছাত্র সমাজের উৎকণ্ঠা বাড়িয়ে
মোহাম্মদ আলী জিন্নাহর দাম্ভিক ঘোষণা
Urdu, and Urdu only shall be
the state language of Pakistan.
এক মুহূর্ত স্তব্ধ হলে সম্মিলিত বিস্ফোরণ No.
ফাঁটল ধরলো পূর্বে - পশ্চিমে
দীর্ঘ ইতিহাসে জল গড়িয়ে এলো
রক্ত ক্ষয়ী সংগ্রাম - - -
জেল জুলুম অত্যাচার অগ্রাহ্য করে
এলো বাহান্নর একুশ,
রক্তে ঝরা সোনালী দিন
আজও চোখ ভরা জল, বুকভরা
ভালোবাসা নিয়ে লাখো মানুষ
ভোরের শিশির পায়ে মেখে গেয়ে ওঠে
" আমি কি ভুলিতে পারি!"
ভাষাপ্রেমী মাত্রেই শ্রদ্ধা করে
মাতৃভাষার জন্য নিবেদিত
সাত সংশপ্তক------
ভাষা আন্দোলনের মহান শহীদের।
0 Comments
Post a Comment