সমসাময়িক | কুন্তল বিশ্বাস

সমসাময়িক
কুন্তল বিশ্বাস (উচ্চমাধ্যমিক ১৯৯৩)

আমরা তো সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাই
কিন্তু পাহাড় হতে চেয়েছি কখনও?
তার জন্য অবশ্য হৃদয়টাকে আকাশ হতে হয়
আর মনটাকে ভরিয়ে দিতে হয় ঘন সবুজে
সেকি এতই সহজ!
জীবনে বড় মাইনের চাকরি পেতে তো সবাই চাই
কিন্তু নদী হতে চেয়েছি কখনও?
তারজন্য অবশ্য হৃদয় হতে হবে সুগভীর
আর বুকটাকে হতে হবে খুব চওড়া
সেতো সহজ কথা নয়!
তারচেয়ে বরং মানুষ হওয়া অনেক সহজ
লোভ আর হিংসা থাকলেই চলে!



Post a Comment

0 Comments

Contact Form