ফাল্গুনী পাল | সুমন সরকার

ফাল্গুনী পাল
সুমন সরকার (উচ্চমাধ্যমিক ২০১৮)


সেদিন একলা বিকেল
সূর্য ডোবেনি আধার তখনো বাকি
ফাল্গুনী পাল বাসায় ফিরবে
হঠাৎ সে দিলো ফাঁকি।

তার বউ মেয়ে সব অকাতরে কাঁদছে দেদার বসে
সমবেদনা সব সামনে দেখালো
কারো কিছু যায়-না আসে
ফাল্গুনী পাল কারখানার ইউনিয়নের নেতা
সেদিন রাতে ফিরছিল বাড়ি সঙ্গে সমস্ত হিসেবের খাতা।

হঠাৎ তখন অমাবস্যায় আলো জ্বললো চারিদিকে
বেশ কয়েকটা গাড়ি তার সামনে
ফাল্গুনীর মুখ তখন ফিকে।
হঠাৎ মিনিট দশ পরে কান ফাটানো শব্দ
জননেতা পড়লো মারা মানুষ হলো জব্দ।
প্রায় মিনিট পাঁচ
ফাল্গুনীর লাশ ছিল পরে,
তখনও ওরা দাঁড়িয়েছিল
পাড়াও ছিল ঘরে।
কিছু পরেই মানুষ আসে ঢল নেমে যায় রাস্তায়
ঘটনার সময় কেউ কিন্তু আসেনি
তখন আবেগ ছিল বস্তায়।

ফাল্গুনী মানুষের হয়ে বলেছিল
ও প্রতিবাদ জানিয়েছিল তাই
আজ ওর পরিবারটা ভেসে গেল
ওর দেহ পুড়ে হলো ছাই।
পুলিশ এলো, নেতা এলো
এলো অনেক খবরওয়ালা
সবার উপরেই দোষ গেল
সবশেষে কালো কোটওয়ালা
আদালতে মামলা গেল
খরচ হচ্ছে অসীমসম
ফলশ্রুতি কিছুই হলোনা।
যাদের হয়ে লড়লো ফাল্গুনী
তারা কেউ আর এলোনা
ফাল্গুনীর বউ মেয়েটা ভেসে গেল
কেউ খবর নিলো না।



Post a Comment

0 Comments

Contact Form