ছাত্র শিক্ষক সম্পর্ক
গোপাল বিশ্বাস, প্রাক্তন শিক্ষক
গোপাল বিশ্বাস, প্রাক্তন শিক্ষক
বিদ্যালয় পুণ্যতম মন্দির। এই সমিতির পুজো সুসম্পন্ন হয় ছাত্র-শিক্ষক-অভিভাবক-পরিচালন সমিতির সম্মিলিত প্রচেষ্টায়। শিক্ষক ছাত্রদের সাথে সরাসরি যুক্ত, তাই ছাত্রদের সঙ্গে শিক্ষকের যত বেশি মধুর সম্পর্ক হবে, ছাত্রও শিক্ষকের থেকে ততবেশি গ্রহণ করতে পারবে। এই সম্পর্ক গড়ে ওঠে শুধুমাত্র পঠনপাঠনের মাধ্যমেই নয়, বিদ্যালয়ের আরো কিছু কার্যাবলী থাকে যেখানে ছাত্ররা শিক্ষক মহাশয়দের কাছে যাওয়ার সুযোগ পায়। ছাত্র একবার শিক্ষক মহাশয়ের সান্নিধ্য পেলে নিজের মনের দরজাও খুলে দিতে পারে, বিশেষ করে পঠনপাঠনের কোনো প্রতিবন্ধকতা থাকলে। শিক্ষক মহাশয়ও সেরকম সুযোগ পেলে শিক্ষার্থীদের জীবনযুদ্ধে চলার পথ দেখান। অবশ্যই সবাইকে শ্রেণীর প্রথম ছাত্র হতে বলবেন না- তবে ভালো মানুষ হবার পথ দেখাতে পারেন, সেদিকে মনযোগ ঘুরিয়ে দিতে পারেন। প্রতি শিক্ষা বছরে এরকম দু-একজন শিক্ষার্থীকে পথ দেখাতে পারলেই বিদ্যালয় নামক মন্দিরে শিক্ষক নামক পুরোহিতের পৌরোহিত্য সফল হয়।
0 Comments
Post a Comment