ভালো থেকো ফেলুদা | রাজর্ষি চক্রবর্তী

ভালো থেকো ফেলুদা
রাজর্ষি চক্রবর্তী (উচ্চমাধ্যমিক ২০০৪)

ফেলুদা, চলে যাচ্ছো! যাও।
আমার আর তোপসে্ সাজা হলো না!
হাজার হাজার কোনি কিন্তু,
ক্ষিদ্দার অপেক্ষাতেই ছিলো!

আচ্ছা বলো তো, মগনলাল মেঘরাজের উপর
কে প্রতিশোধ নেবে!
জটায়ুর ভুলগুলো শুধরে দেওয়ার জন্য তো
কেউ থাকলো না আর!

মানছি, অপর্ণা আজ ফিরে পাবে তার অপুকে।
করোনা-উত্তর সময়ে ট্রেন ছুটলো লৌহরেখা ধরে-
কিন্তু অপুকে ছাড়া, দুগ্গাদিদিরা কি করে যাবে
সেই ট্রেন দেখতে?

ময়ূরবাহন বা রাজা লিয়র যে আজ বড্ড বেশী অসহায়।
না না, তুমিই বলো, উদয়ন পন্ডিত ছাড়া,
পাঠশালাটা নতুন করে খুলবে কে?

যত‌ই বলো, অমল ছাড়া চারুলতাদের বুকে যে আজ,
অন্ধকার অরণ্যের দিনরাত্রি।
বেলা শেষে এইভাবে তোমার অভিযান শেষ হবে

ভাবতে পারিনি সন্দীপ বাবু! 

ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায়


Post a Comment

0 Comments

Contact Form