আনমনে | অরিজিৎ সরকার

আনমনে
অরিজিৎ সরকার ( উচ্চমাধ্যমিক ২০১৮)

এমন কিছু দিন আসে প্রায়
ঘুম ভাঙ্গে খুব ভোরে
স্নিগ্ধ আকাশ যায় পালিয়ে
আমায় মাতাল ক'রে
আটকে তবু চার দেয়ালের
স্যাঁতস্যাঁতে এক কোণে
বছর ঘোরে, আঁধার নামায়
চাঁদর গহীন মনে
খোঁজ রাখেনা কেউ সে মনের
শূন্যতাদের ভীড়ে
ঘুম জড়ানো চোখের মাঝে
আকাশ আসে ফিরে
মন শুধু চায় সঙ্গী হতে
একলা থাকে যারা
রাতজাগা সব আলোর দেশে
খুব ভালো থাক তারা।



Post a Comment

0 Comments

Contact Form