অসুখ
আত্রেয় দাস (মাধ্যমিক: ২০১৩)
আত্রেয় দাস (মাধ্যমিক: ২০১৩)
ঘুমের ভিতর কাদের কথাবার্তা শুনি
অস্পষ্ট ভেসে ওঠে প্রতিটা মুখ
ছায়ার মতো তারা ভেসে ভেসে আসে
কণ্ঠস্বর ছাড়া কিছুই বুঝিনা আর
ঘুম ভেঙে গেলে প্রতিটা ছায়ার গায়ে
দেখি ভেসে ওঠে আমার ক্লান্ত মুখl
দিনের আলোতে যারা হারিয়ে যায় ভিড়ে
স্বপ্নের মতো করে জমে থাকে বুকে
প্রতিটা মৃত স্বপ্নের শেষে-
নিজেকে জমিয়ে রাখি অশরীরী করে
যতটা জীবন বাকি থাকে দিনের শেষে
ততটা জীবন ঘুমের মধ্যে না ছুলে,স্বপ্নের অসুখ করেl
0 Comments
Post a Comment