শীতকালীন ছুটি | ব্রতীন সরকার

 শীতকালীন ছুটি
ব্রতীন সরকার (উচ্চমাধ্যমিক ১৯৯৪)


গাছের কাছে যাই। বারবার। 
কুঁড়ি নেই। 
কুঁড়ি আসে না। বারবার যাই। 
ঘন হয়ে আসে অনুভব। শীত করে। 

গাছের দোষ ধরি না। মাটিরও না। 
হাওয়া-অফিস থেকে ঝড়েরও কোনও পূর্বাভাস নেই। 
হেমন্ত এখন পেনশনভোগীদের একজন মাত্র। 

ধান ঝাড়ার পর খড় ছুঁড়ে ফেলতে হয় অন্য দিকে। 

চশমা হারিয়েছি বহুদিন। 
ভুলে যাই।






Post a Comment

0 Comments

Contact Form