শীতকালীন ছুটি
ব্রতীন সরকার (উচ্চমাধ্যমিক ১৯৯৪)
গাছের কাছে যাই। বারবার।
কুঁড়ি নেই।
কুঁড়ি আসে না। বারবার যাই।
ঘন হয়ে আসে অনুভব। শীত করে।
গাছের দোষ ধরি না। মাটিরও না।
হাওয়া-অফিস থেকে ঝড়েরও কোনও পূর্বাভাস নেই।
হেমন্ত এখন পেনশনভোগীদের একজন মাত্র।
ধান ঝাড়ার পর খড় ছুঁড়ে ফেলতে হয় অন্য দিকে।
চশমা হারিয়েছি বহুদিন।
ভুলে যাই।
0 Comments
Post a Comment